টেলিফোন:০১৩০৯১৩৯০৩২   ইমেইল: dcschoolinfo@cccul.com

বিজ্ঞাণাগার

হোম

/ সুবিধাসমুহ

/বিজ্ঞাণাগার

বর্তমান সময় বিজ্ঞানের আধুনিক ছোয়ায় সারা বিশ্ব যখন বিজ্ঞান চর্চায় বিমহিত ঠিক তখনই আমাদের এই বিদ্যালয়টি সকল দিক বিবেচনা করে আমাদের ছাত্র/ছাত্রীদের যুগপোযোগী শিক্ষা ও বাস্তবিক ভিত্তিক হাতে কলমে শিখানোর জন্য আমাদের প্রতিষ্ঠানে আধুনিকতম বিজ্ঞানাগার তৈরি করে। পাঠের সাথে সম্পর্কিত বিজ্ঞানের সকল বিষয় ছাত্র/ছাত্রীদের বিজ্ঞানাগারে নিয়ে শেখানো হয়। ছাত্র/ছাত্রী নিজেরা হাতে কলমে কাজ করে থাকে এবং শিক্ষক এই কাজে তাদের সহযোগীতা করেন।ছাত্র/ছাত্রীরা তাদের ভবিষ্যত জীবনের পথ চলার জন্য বাস্তব ভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাদের বিষয়গুলো ভালো ভাবে শিখে। আমাদের রয়েছে প্রতিটি বিষয়ের ভিন্ন ভিন্ন সকল উপাদান। রসায়নের জন্য রয়েছে বিভিন্ন রাসায়নিক পদার্থ এসিড, ক্ষার, লবন এগুলো ব্যবহারের সরঞ্জামাদি। আমাদের প্রত্যেক ছাত্র/ছাত্রী এগুলোর ব্যবহার শিখে। বর্তমান সময় হলো ইলেক্ট্রনিক ছোয়ায় পৃথিবীটাকে হাতের মুঠোয় আনা। তারই আঙ্গিকে আমাদের বিজ্ঞানাগারে রয়েছে বিভিন্ন যন্ত্রাংশ। বিভিন্ন বস্তুর সঠিক পরিমাপ ও বস্তুর পরিবাহীতা পরিমাপের জন্য রয়েছে স্লাইড ক্যালিপার্স, স্ত্রুগজ, অ্যামিটার ভোল্ট মিটার ইত্যাদি।জীব জগৎ ও প্রানীদের সম্পর্কে পরিচিতির জন্য রয়েছে মানব কঙ্গাল ও বিভিন্ন ধরনের স্লাইড যাতে অনুবিক্ষণ যন্ত্রেও সাহায্যে পর্যবেক্ষন করে।

img not found ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল

"যুগোপযোগী শিক্ষা আমাদের লক্ষ্য;

আত্মনর্ভিরশীল দেশ আমাদের স্বপ্ন"

যোগাযোগ করুন

ঠিকানা

ক-৩০/এ/২ জোয়ার সাহারা,ভাটারা, ঢাকা-১২১২

ইমেইল

dcschoolinfo@cccul.com

ফোন নাম্বার

০১৩০৯১৩৯০৩২

© Dhaka Credit Union School. All Rights Reserved & Designed by Dhaka Credit ICT Squad.