ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে একটি লাইব্রেরি আছে। এখানে ছাত্র/ছাত্রীরা পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই নিয়ে লাইব্রেরিতে বসে বা বাসায় নিয়ে পড়ে বিভিন্ন তথ্য ও জ্ঞানঅর্জন করে থাকে। লাইব্রেরি জ্ঞান পিপাসা মানুষের জ্ঞানের ভান্ডার। এখানে চিন্তাবিদ পায় তার নানামুখী চিন্তার খোরাক এবং নানা দুরূহ জিজ্ঞাসার উত্তর। লাইব্রেরি শিক্ষায় সহায়তা প্রদান, পুস্তক লেনদেন, পাঠ্যভ্যাস সৃষ্টি কেন্দ্র হিসেবে কাজ করে। লাইব্রেরি হলো জ্ঞানের এমন এক সমুদ্র যেখানে বিতরণ করে প্রতিটি মানুষ উন্নত মানধিকারী হতে পারে। আর তাই গ্রন্থাগার/লাইবে্িররকে তুলনা করা হয় শব্দহীন মহাসমুদ্রের সাথে। এটি অতীত,বর্তমান ও ভবিষ্যতের মাঝে সেতু বন্ধনের এক নীরব সাক্ষী। সাহিত্য শিল্প, বিজ্ঞান ইতিহাস সংস্কৃতিসহ সব ধরনের জ্ঞানের আঁধার হচ্ছে একটি লাইব্রেরি।শিক্ষার আলো বঞ্চিত কোনো জাাতি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার বাতিঘর বলা হয় গ্রন্থাগার/লাইব্রেরিকে। জীবনে পরিপূর্ণতার জন্য জ্ঞানের বিকল্প আর কিছু হতে পারে না। জ্ঞান তৃষ্ণা নিবারণ করতে রয়েছে গ্রন্থাগার।
ক-৩০/এ/২ জোয়ার সাহারা,ভাটারা, ঢাকা-১২১২
dcschoolinfo@cccul.com
০১৩০৯১৩৯০৩২
© Dhaka Credit Union School. All Rights Reserved & Designed by Dhaka Credit ICT Squad.