শিক্ষার্থীদের পাঠ্যকার্যক্রমের পাশাপাশি প্রতিভা বিকাশের জন্য বিতর্ক প্রতিযোগিতা একটি উৎকৃষ্ট পন্থা। সেই গ্রিক সভ্যতার সময় থেকেই বির্তকের শুরু। ক্লিওন ডায়োডটাস সিসেরোর মত “ব্যক্তিরা সে যুগে রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমের ভালো মন্দ বিচার করতেন, সুপারিশ করতেন জনসম্মুখে বিতর্ক করে”। দুই হাজার বছর পরে এসেও রাষ্ট্রের নীতিনির্ধারক থেকে শুরু করে স্ কুল কলেজের শিক্ষার্থীরা সবাই যুক্ত হয় বিতর্কের সাথে। একটা সময়ে যুক্তিপূর্ন তর্কের মাধ্যমে সমস্যা সমাধান বা দু’জন ভিন্ন দৃষ্টি ভঙ্গিও মানুষের আলোচনাটা ছিল স্বাভাবিক। যে কোন জায়গায় নিজেকে এগিয়ে রাখ তে স্পিকিং এর জুড়ি নেই। ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল প্রতিবছর সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তাদের মেধার ক্রমবিকাশ ঘটিয়ে অনেক তথ্য সংগ্রহ করে এর ফলে তার সামনের দিনগুলো আরও সহজ ও সাফল্য হয়ে উঠে। বিতর্ক তথ্য নির্ভর থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন বই পুস্তক সাময়িকী, পত্রিকা, সংবাদ পত্র পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিজেদের যুগোপোযোগী করে গড়ে তোলে। ভাষা শ্রুতি-মধুর ও উচ্চারণ সুন্দর ও সুস্পষ্ট হয়। জ্ঞান সম্পর্কে সচেতন হয়। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তারা সর্বজ্ঞানে পরিপূর্ণ হয়ে উঠে। বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব শিক্ষাজীবনে অপরিসীম তাই এই ধারাবাহিকতায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল প্রতি বছর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল ছাত্র/ছাত্রীদের বাংলা ভাষা শিক্ষা চর্চার পাশাপাশি ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধির জন্য ইংরেজি ক্লাব গঠন করা হয়। এই ক্লাবের সদস্য ছাড়াও শ্রেণিভিত্তিক শিক্ষার্থীগণ ওর্র্য়াকশপে অংশগ্রহণ করে ইংরেজি ভাষার দক্ষতা অর্জনের উদ্দেশ্যে লেখা, পড়া, শুনা ও বলার চর্চা করানোর জন্য একজন দক্ষ ইংরেজি শিক্ষক মডারেটর করে থাকে। তিনি সপ্তাহে একদিন শিক্ষার্থীগণকে নিয়ে একটি ওর্র্য়াকশপের/মিটিং পরিচালনা করেন। কার্যক্রমের অংশ হিসেবে দলগত কাজ, পোষ্টার উপস্থাপন, গেমস, অডিও শোনা ও ভিডিও দেখার মাধ্যমে ইংরেজি বলা ও শিক্ষা প্রদান করা হয়। বিষয়ভিত্তিক শ্রেণি কক্ষে পাঠদানের জন্য যে ইংরেজি শব্দ বা বাক্য ব্যবহার হয় সেই সমস্ত শব্দগুলো সাপ্তাহিক ওয়ার্কশপে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে উপস্থাপন করা হয়। এই ইংরেজি লেংগুয়েজ ক্লাব পরিচালনার জন্য ছাত্র/ছাত্রীদের মধ্যে হতে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি ক্লাবের নিয়ম ও শিখনফল অনুযায়ী মডারেটরকে সহযোগিতা করে।
ক-৩০/এ/২ জোয়ার সাহারা,ভাটারা, ঢাকা-১২১২
dcschoolinfo@cccul.com
০১৩০৯১৩৯০৩২
© Dhaka Credit Union School. All Rights Reserved & Designed by Dhaka Credit ICT Squad.