টেলিফোন:০১৩০৯১৩৯০৩২   ইমেইল: dcschoolinfo@cccul.com

ইনডোর গেম

হোম

/ সুবিধাসমুহ

/ ইনডোর গেম

প্রত্যেক ব্যক্তি খেলতে পছন্দ করে কারণ এর অর্থ মানুষের চিত্ত বিনোদন ও শারিরীক ব্যায়াম। খেলাধুলার মাধ্যমে পাঠের একঘেয়েমি দূর হয় ও পাঠে সজিবতা ফিরে আসে । শিক্ষার্থীদের পাঠে অধিক মনোযোগী ও আগ্রহ তৈরি করার জন্য আমাদের স্কুলে খেলাধূলা ও বিভিন্ন ধরনের ইনডোর গেমস ভিন্ন মাত্রায় যুক্ত করেছে প্রত্যেক শ্রেণির ক্লাস রুটিনে সপ্তাহে অনন্ত একদিন শিক্ষার্থীরা ক্লাসে বা প্লে গ্রাউন্ডে শিক্ষকগণের সহায়তায় এই খেলা পরিচালনা করা হয়ে থাকে। পরিলক্ষিত হয় যে, অনেক সময় শিক্ষার্থীরা স্কুলে খেলা করবে বলে অধিক আগ্রহ নিয়ে স্কুলে উপস্থিত থাকে এমন কি তাদের মধ্যে এক উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়। খেলাধূলার মাধ্যমে মাধ্যমে নানাবিধ আইন-কানুন অনুসরণ করে, শৃঙ্খলা রক্ষা করে, সময়মত চলতে অভ্যস্ত হয়। এছাড়া নেতৃত্বদানের ক্ষমতা অর্জিত হয় এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত হয়।আমাদের স্কুলে ইনডোর গেমস এর জন্য বিভিন্ন উপকরণ যেমন : ক্যারাম, লুডু, দাবা, টেবিল টেনিস, তাস খেলা, মিউজিক্যাল চেয়ার, স্পিনিং টপ, ভিজি গেমস খেলা প্রভৃতি রয়েছে। প্রতি বছর অনন্ত একবার শ্রেণি ভিত্তিক ইনডোর গেমস নিয়ে প্রতিযোগিতার ও আয়োজন করা হয় বিশেষ ভাবে দাবা, ক্যারাম, লুডু ও মিউজিক্যাল চেয়ার। যা শিক্ষার্থীদের বিনোদনের অন্যতম মাধ্যম বলেও ধরা হয়।

img not found ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুল

"যুগোপযোগী শিক্ষা আমাদের লক্ষ্য;

আত্মনর্ভিরশীল দেশ আমাদের স্বপ্ন"

যোগাযোগ করুন

ঠিকানা

ক-৩০/এ/২ জোয়ার সাহারা,ভাটারা, ঢাকা-১২১২

ইমেইল

dcschoolinfo@cccul.com

ফোন নাম্বার

০১৩০৯১৩৯০৩২

© Dhaka Credit Union School. All Rights Reserved & Designed by Dhaka Credit ICT Squad.